Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নারী বিষয়ক বিভাগ যা নারীদের কল্যানমূলক বিভিন্ন কাযক্রম পরিচালনা করে।

এক নজরে কার্যক্রম:-  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বিরল,দিনাজপুর।

০১। নারী উন্নয়ন ও সমতার লক্ষ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ও দরদ্রি বমিোচন কৌশল পত্ররে আলোকে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন কল্পে রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করা।

০২। নারী বান্ধব আবাসিক/ অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরা হচ্ছে।

০৩। ভি.ডবিউ.বি কর্মসূচী-বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচী দুঃস্থ ও অসহায় এবং শারিরীকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য ২(দুই) বৎসর ব্যাপি বা ২৪ মাস প্রতি নারী প্রতি মাসে ৩০কেজি খাদ্যশষ্য ও প্রশিক্ষন পেয়ে থাকেন। এই উপজেলায় ১২টি ইউনিয়নে ভিডবিউবি মোট সুবিধাভোগীর সংখ্যা ২২৩৬ জন। উপকারভোগীদের ০২টি এনজিও দ্বারা আয়বর্ধক ও জীবন উন্নয়ন মূলক প্রশিক্ষণ দেওয়া হয়।

০৪। মা ও শিশু সহায়তা কর্মসুচীঃ  মা ও শিশু সহায়তা কর্মসুচীর আওতায়  শিশুমৃত্যু হার হ্রাস মাতৃত্ব দুগ্ধ পানের হার বৃদ্ধি গর্ভাবস্থায় উন্নত পুষ্টি উপাদান গ্রহন বৃদ্ধির লক্ষ্যে মা ও শিশু সহায়তা কর্মসুচী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুবিধাভোগীর সংখ্যা- ২৪৫৭ জন  এবং এনজিও দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়।

০৫। ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীঃ- পৌরসভা এলাকার দরিদ্র কর্মজীবী দুগ্ধাদায়ী মা এবং তাদের শিশুদের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মজীবী  উপকারভোগী দরিদ্র মাদের কে ০৩(তিন) বছর ব্যাপি প্রতিমাসে =৮০০/- টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমানে বিরল পৌরসভায় ভাতাভোগীর সংখ্যা ৪০৭ জন।

০৬। মহিলাদের আত¦কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রমঃ- বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষন প্রাপ্ত বিত্তহীন ও দরিদ্র মহিলাদের উৎপাদনমূখী কর্মকান্ডে সম্পৃক্তকরনের মাধ্যমে আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋন প্রদান করা হয়। মহিলাদের আত¦কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রম কর্মসূচীটি ২০০৩-০৪ হতে ২০২২-২০২৩ অর্থ বছর পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এ পর্যন্ত অত্র উপজেলায় ২২৯ জন মহিলাকে ঋণ প্রদান করা হয়েছে।

০৭। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কর্মসূচীঃ- ১৯৮৬ সাল হতে নির্যাতনের শিকার নারীদের আইনগত পরামর্শ ও সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা রোধসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এবং বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। ইউনিয়ন পর্যায়েও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

০৮। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারঃ- নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্ট্রোরাল কার্যক্রমের মাধ্যমে হেল্পলাইনের ১০৯ নাম্বারে তাৎক্ষনিক ভাবে আইনি সহায়তা প্রদান। যে কোন মোবাইল হতে ২৪ ঘন্টা এই নাম্বারে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু তাদের পরিবারের সদস্য সহ যে কেউ প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন। বাল্য বিবাহ প্রতিরোধের জন্য বিরল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে উপকারভোগীদের মাঝে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবক সমাবেশ, কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করা হয়। বিরল উপজেলায় এ পর্যন্ত বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়েছে ৩২ টি।

৯। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও অনুদান বিতরন:- স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সংগঠন সমূহের নিবন্ধন প্রদান ও তদারকিসহ  তাদের মধ্যে বাৎসরিক অনুদান প্রদান করা হয়। বিরলে রেজিষ্টেশন ভুক্ত সমিতির সংখ্যা- ১৩ টি। ২০২১-২০২২ অর্থবছরে ০২টি সমিতি ২৫০০০/- টাকা করে অনুদান পেয়েছে।

১০। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক(আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প :- উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক(আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প এর মাধ্যমে ০২(দুই) টি ট্রেডে ০৩(তিন) মাস অন্তর ৫০ জন করে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন পর্যায়ের নারীদের উদ্যোক্তা সৃষ্টি করা। বিরলে ফ্যাশন ডিজাইন ও ক্রিস্টাল শো-পিছ একি দুটি ট্রেড চলছে।

১১। ক্লাব সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর -কিশোরীদের ক্ষমতায়ন কর্মসূচী:- পরিবার ও সমাজের সহায়ক পরিবেশে কিশোর-কিশোরীদের সমাজ পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসাবে ক্ষমতায়ন করতে কিশোর-কিশোরী ক্লাব পরিচালনা, বাল্য বিবাহ, যৌন হয়রানী রোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। অত্র উপজেলায় পৌরসভা সহ ১৩টি ক্লাবে উপকারভোগী কিশোর-কিশোরীর সংখ্যা =৩৯০ জন।

১২। জয়িতা কার্যক্রম:- উপজেলায় ০৫টি ক্যাটাগরীর মাধ্যমে জয়িতা নির্বাচন করে তাদের সন্মাননা প্রদান করা হয়।

১৩। দিবস:- মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নির্দেশিত বিভিন্ন দিবস অত্র উপজেলায় পালন করা হয়।